কোরবানির ঈদে সরকার নির্ধারিত স্পটে জবাই করতে হবে
গত ২ বছর এই প্রচেষ্টা চালিয়েছে আওয়ামী সরকার।
কিন্তু পাবলিকের বিরোধীতায় সফল হয়নি,
এ বছরও একই কার্যক্রম শুরু করেছে তারা।
তাদের কথা হলো- পূজা হবে ঘরে, ঈদ হবে দূরে।
ইউরোপ-আমেরিকায় দূর জঙ্গলে গিয়ে কোরবানী করতে হবে,
ভারতে গরুর আছে এমন সন্দেহ হলেই পিটিয়ে মারা হয়,
আর এখন বাংলাদেশেও সেই প্রসেসিং চালাচ্ছে আওয়ামী সরকার
সিস্টেমটা অবশ্য ভিন্ন, যদি স্পট নির্দ্দিষ্ট করে দেওয়া যায়,
তবে সমস্যায় পতিত হয়ে কোরবানী হ্রাস করা সম্ভব
সেই প্রচেষ্টা সফল করতেই স্পষ্ট নির্দ্দিষ্টকরণ
গত ২ বছর মুসলমানদের বাধায় তারা সফল হয়নি, এবার দেখা যাক তারা সফল হয় কি না …