হাটের সংখ্যা হ্রাস করা হচ্ছে- ঢাকা উত্তরে হাটের সংখ্যা কমিয়ে মাত্র ৫টি হাটের ইজারা দেওয়া হয়েছে। উত্তরে যদি জনংসংখ্যা ১ কোটি ধরে নেই, তবে প্রতি ২০ লক্ষ জনগণের মাত্র ১টি হাট। অসম্ভব রকম কল্পনা।
১) হাটের সংখ্যা হ্রাস,
২) হাটগুলোকে শহর থেকে দূরে ঠেলে দেওয়া,
৩) কোরবানীর স্থান নির্দ্দিষ্টকরণ,
৪) পশুর কোরবানীকারীর বয়স ১৮ বছর নির্দ্দিষ্টকরণ,
এভাবে কোরবানীর উপর নানাবিধ শর্ত আরোপ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার সবকিছুতেই ভারতকে অনুসরণ করে, কোরবানীর ক্ষেত্রে সরকার ভারতকে অনুসরণ করছে নাকি, সেটাই চিন্তা বিষয়। উল্লেখ্য- ২০১৪ সালে ঢাকা শহরে (নর্থ+সাউথ) মোট হাট ছিলো ২২টি, ২০১৫তে তা হ্রাস করে ১৫টি করা হয়। এবার তা আরো কমানো হয় কি না সেটাই দেখার বিষয়। সরকারের উচিত ছিলো তার ক্ষমতা নিয়ে থাকা, কিন্তু সেই ক্ষমতা ছাপিয়ে যখন মানুষের ধর্ম নিয়ে টানাটানি করা শুরু করেছে, তখন সেটা তার জন্য সুফল বয়ে আনবে নাকি সেটাও ভেবে দেখা উচিত।
খবরের সূত্র- http://goo.gl/nxYAZt